শেখ রাজীব হাসান,টঙ্গী থেকে:
গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়রের অঙ্গীকার,গ্রীন সিটি ও ক্লিন সিটি হোক সবার,এদিকে ডাস্টবিন অপসারণ চাই এই স্লোগানে টঙ্গীতে মানববন্ধন করেছে ৪৭ নং ওয়ার্ডের এলাকাবাসী।গতকাল বুধবার ২৩ডিসেম্বর২০২০ইং সকাল ১১টায়
ঢাকা-সিলেট মহাসড়কের টঙ্গীর শিলমুন এলাকায় ডাস্টবিন এর জন্য নির্ধারিত জায়গার ময়লা ফেলার পরিবর্তে আশপাশে ফেলে পরিবেশ ও মহাসড়ক ঝুঁকিপূর্ণ না করে বাহিরে ফেলা ময়লা অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।মানববন্ধন চলাকালীন সময় স্থানীয় কাউন্সিলর সাদেক আলী তার দলবল নিয়ে মানববন্ধনে বাধা সৃষ্টি করে।একই সময় স্থানীয় এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে মেয়রের দালালের হাত থেকে রক্ষা চাই বলে স্লোগান দিতে থাকেন।খবর পেয়ে টঙ্গী পূর্ব থানার তদন্ত কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মানববন্ধনে বক্তারা বলেন, গাজীপুর সিটি করপোরেশন এলাকায় নির্ধারিত ডাম্পিংয়ের জায়গায় ময়লা না ফেলে,সড়কের উপর ময়লা ফেলার কারণে ৪৭ নং ওয়ার্ড এলাকাবাসীর বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে।সাধারণ মানুষ এলাকার রাস্তা দিয়ে চলাচলে ব্যাঘাত ঘটছে।আশেপাশের অসংখ্য ফ্যাক্টরির শ্রমিকরা ময়লার দুর্গন্ধের শিকার হচ্ছে।সড়কের পাশে ভ্যানগাড়ি দিয়ে ময়লা-আবর্জনা ফেলার কারণে রাতে যানবাহন চলাচলের সময় পথচারীদের মৃত্যুর মতো ঘটনা ঘটছে। কিছু কিছু সময় ময়লা আবর্জনা থেকে হঠাৎ করে আগুন লেগে এলাকাবাসীর ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানা গেছে। দৃষ্টি দিচ্ছে না স্থানীয় জনপ্রতিনিধি।এলাকাবাসী আরো বলেন,শিলমুন এলাকার কলিজার মাঝখানে এমন ময়লার ডাস্টবিন যেন না থাকে,সেজন্য মেয়র মহোদয়ের কাছে জোরালো দাবি জানাচ্ছি।
মানববন্ধনে উপস্থিত ছিলেন,জেটিআইএর শ্রমিক নেতা মোঃ আবেদ আলী,৪৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক মোঃআনোয়ার হোসেন,শ্রমিক নেতা জালাল,দাউদ,শহিদ প্রমুখ।
এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর সাদেক আলী বলেন,আমি বৈধ জনগণের প্রতিনিধি,আমার সাথে তারা পরামর্শ না করে মানববন্ধন করেছে,তাই আমি বাধা দিয়েছি।